• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান 

  নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি ।।
Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

 

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি ।।

সাতকানিয়া উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং এর লক্ষে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন।২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় মরফলা বাজার ও কেরানিহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়। এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় ৭১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, জনাব ফারিস্তা করিম।


এ বিভাগের আরও সংবাদ