• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

বরিশালে যুবদলের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।  

মোঃ মোল্লা শাওন।।
Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মোঃ মোল্লা শাওন।।যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে বরিশালের জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন হয়েছে।রোববার (২৭ অক্টোবর) দিনভর চলবে নগরীর অশ্বিনী কুমার হল ও চত্বরে মহানগর এবং জেলা যুবদলের (দক্ষিণ) এই পৃথক কর্মসূচি।এর আগে সকালে মহানগর যুবদলের কর্মসূচি ফিতা কেটে উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম তৌহিদ, যুবদল নেতা আরিফুর রহমান মুন্না প্রমুখ।একই সময় রক্তদানের মধ্যদিয়ে দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, সহসভাপতি নুরুল আমিন কায়েস, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক উলফৎ রানা রুবেল বেলায়েত হোসেন।এসময় রোগীদের বিভিন্ন সেবা দেন ড্যাবের বরিশাল জেলা সভাপতি ডা. জাহাঙ্গীর আলম সেলিম ডা. অধ্যাপক তালুকদার মুজিবসহ একাধিক চিকিৎসক।দই কর্মসূচি উদ্বোধনকালে নেতৃবৃন্দ প্রায় একই সুরে বলেন, বিএনপিসহ অঙ্গসংগঠন দেশের জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিতসহ গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি করে।দীর্ঘদিন হাসিনা সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে জনসাধারণ তার মৌলিক অধিকারের একটি চিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছে।তাই জনসাধারণের অধিকার নিশ্চিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনসেবামূলক কাজে রূপ দিয়েছি। সাধারণ মানুষের সেবায় ভবিষ্যতেও এ দল পাশে থাকবে বলে জানান নেতারা।


এ বিভাগের আরও সংবাদ