• রবিবার, ২৫ মে ২০২৫, ১০:১১ অপরাহ্ন

বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন।

মোঃ ফেরদৌস হোসেন, জেলা ব্যুরো প্রধান নওগাঁ।
Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫

মোঃ ফেরদৌস হোসেন, জেলা ব্যুরো প্রধান নওগা।

নওগাঁর বদলগাছীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এ-র অর্থায়নে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) উপজেলার কার্তিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইশরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সংস্থার সহকারী পরিচালক (কার্যক্রম) মোঃ ফিরুজ আল মামুন, কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোন্তাজুর রহমান ও কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল নবী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক(অডিট) মোঃ দেলোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন মোঃ আবুল কালাম আজাদসহ কর্মকর্তা- কর্মচারীগণ। উল্লেখ্য এ অনুষ্টানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যপক উপস্থিতি লক্ষ করা গেছে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে প্রধান অতিথি সংস্থার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা ও অনুপ্রেরণামূলক বক্তব্য শেষে ম্যারাথন দৌড় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এ বিভাগের আরও সংবাদ