• সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতা ইউনুচ আলীর মা মায়ের জানাজায় এ্যাড.শফিকুল হক মিলন

মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি, রাজশাহী:-
Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলা ৪ নং মৌমাছি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ আলীর মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ই মে ) দুপুর সাড়ে ১২ টায়,মৌমাছি ইউনিয়নের নন্দনহাট গ্রামে নিজ বাড়ির সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ সম্পন্ন করেন মরহুমের ছোট ছেলে কারী রাশেদুল ইসলাম।এসময় বিএনপি নেতা ইউনুচ আলীর মায়ের জানাজা নামাজে অংশগ্রহণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনসহ মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মোহনপুর উপজেলা সভাপতি শামীমুল ইসলাম মুন, বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ,রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল,আরও উপস্থিতি ছিলন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ