বাবুল রানা মধুপুর টাঙ্গাইলl
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮বছর।শনিবার (১৭মে) রাত ৯টায় বাদ এশা মধুপুর টেঁকি নাগবাড়ী গোরস্থান মাঠে রাষ্ট্রীয় ভাবে ফুলেল শ্রদ্ধা ও জানাজা শেষে উক্ত গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চিশতি এর প্রতি গার্ড অব অনার প্রদর্শন করেন টাঙ্গাইল জেলা পুলিশের একটি চৌকস দল।এরপর মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মীর্জা জুবায়ের হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদ এ প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবীর রুবেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সাবেক ডিপুটি কমান্ডার আব্দুর রশিদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম গত ১১ মে রবিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ হতে টাঙ্গাইল- ময়মনসিংহ মহা সড়কে উঠতেই দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে যায় এবং হাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি গত শনিবার বেলা ১১টার দিকে শেষ নিঃস্বাশ ত্যাগ করেন। তিনি মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া গ্রামের মৃত চান মাহমুদ সরকারের চার ছেলের মধ্যে তৃতীয়। সে একাধারে কবি ও সাহিত্যিকও ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু কালে সে স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য স্বজন রেখে গেছেন।