• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

কুয়াকাটায় একদিনের ব্যবধানে ভেসে এসেছে একটি মহিষ  

কুয়াকাটা প্রতিনিধি।।
Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

কুয়াকাটায় একদিনের ব্যবধানে জোয়ারের স্রোতে ভেসে এসেছে একটি মহিষ। শুক্রবার রাত ১টার দিকে কুয়াকাটা হোসেনপাড়া এলাকা বাবুল আকন নামে এক কৃষক রাতে মহিষটি দেখতে পায়। এখন তিনি মহিষটি লালন পালন করছেন। প্রকৃত মালিক পেলে ফেরত দিবেন বলে আশ্বস্ত করেছেন।কৃষক বাবুল জানান, শুক্রবার গভীর রাতে তার বাবা বাড়ীর পাকঘরে হঠাৎ মহিষ দেখতে পেয়ে বেঁধে রাখেন। সমুদ্রে ভাসতে ভাসতে মহিষ অনেকটা ক্লান্ত হয়ে পড়ে।সেবা যত্ন নেয়ার পর কিছুটা সুস্থ হয়েছে। পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন। এখন তিনি লালন পালন করবেন। প্রকৃত মালিক পেলে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে হস্তান্তর করবেন বলে জানান তিনি।তিনি আরো বলেন, মহিষটির চোখ দিয়ে পানি পরছে। মহিষের শিংয়ে রঙ মাখা রয়েছে। স্থানীয় বাসিন্দা মোঃ জালাল বলেন, গতকাল গভীর রাতে এই মহিষটা বাবুল আকনের বাড়ীতে আসছে। ধারনা করছি এটি এলাকার মহিষ না। জোয়ারের পানিতে ভেসে আসছে। এখন তিনি সেবা যত্ন ও চিকিৎসা সেবা দিচ্ছেন।কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জেনেছি এবং আমার দুইজন পুলিশ সদস্য পাঠিয়ে বর্ণনা রেকর্ড রেখেছি। বর্তমানে বাবুল আকনকে মহিষটি লালন পালন করার দ্বায়িত্ব দিয়েছি। প্রকৃত মালিক পেলে এটি হস্তান্তর করা হবে।


এ বিভাগের আরও সংবাদ