মোঃফয়সাল হোসেন,ব্যুরো প্রধান, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলায় দুর্যোগ প্রস্তুতি, প্রশমন ঝুঁকি হ্রাস বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ই মে ) সকাল ৯ টায়, মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরও নিয়ে দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এ সময় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্ব উপজেলা পরিষদ প্রশাসক( ইউএনও) আয়েশা সিদ্দিকা,উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা তারিকুল ইসলাম,এর সঞ্চালনায় উপস্থিত ছিলেনসাবেক মহাপরিচালক ( প্রশান-১) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মোঃ আমিনুল হক,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) জোবায়দা সুলতানাসহ রাজশাহী জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসার মোঃ আব্দুল হাই সরকার,পবা উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আবু বাশির ও ফায়ার সার্ভিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, সিপিবির সদস্য, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অতিথিরা দুর্যোগের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের বিভিন্ন বিষয় তুলে ধরে মৌলিক প্রশিক্ষণে কথা বলেন।আলোচনা সভায় বক্তারা আরও বলেন, যে কোন দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় করণীয় এবং পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন। আগামীতে যে কোন দূর্যোগ পরিস্থিতি দেখা দিলে তা মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র/ছাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান করার আহবান জানান তারা।