• রবিবার, ১১ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল জাতীয় করণ করা হবে বললেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
Update Time : শনিবার, ১০ মে, ২০২৫

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলেরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও তাদের শিক্ষক এবং অভিভাবকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল। সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ঝালকাঠি শাখার প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে এক সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মনটু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এড. মুন্সি রেজাউল হক আজিম, জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব এড. আনিসুর রহমান খান । প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে কোন উন্নয়ন হয়নি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি পর্যন্ত সরকারি করা হয়নি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি করা একান্ত প্রয়োজন ছিল। আগামীতে যদি বিএনপি সরকারে আসে তাহলে সারা দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল সরকারি করার উদ্যোগ নেয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ