গত ১৯/১০/২০২৪ খ্রি. রোজ শনিবার, ঝালকাঠি জেলার নিত্যপ্রয়োজ ডিনীয় দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, ঝালকাঠি এর উদ্যোগে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন জনাব মিনহাজুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি।উক্ত অভিযানে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে ডিম, আলু, পেয়াজ, চাল ইত্যাদি দ্রব্যের দাম যাচাই করা হয়। এসময় পূর্বে সতর্ক করার পরও ধার্য মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন এবং যথাযথ ভাবে সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করে সঠিক ওজনে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, কৃষি বিপণন কর্মকর্তা, প্রাণীসম্পদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।