• বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

হত্যার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও তদন্ত তদারকি করেন পুলিশ সুপার পিরোজপুর।

পিরোজপুর প্রতিনিধি দৈনিক যায়যায় বেলা।।
Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি দৈনিক যায়যায় বেলা।

গত ০৫/০৫/২৫ খ্রিঃ তারিখ ভান্ডারিয়া থানাধীন ধাওয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খান বাড়িতে আনুমানিক রাত ২২.০০ থেকে ২৩.০০ ঘটিকায় মা ও মেয়েকে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে, নিহতরা হলেন চম্পা বেগম (৩৫) এবং তার মা বিলকিস জাহান (৭০)। আনুমানিক রাত ২৩. ৩০ ঘটিকায় স্থানীয় লোকজন দেখে ভান্ডারিয়া থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে মৃতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। উক্ত ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটনের লক্ষ্যে অত্র পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়, অদ্য ০৬/০৫/২৫খ্রি তারিখ মঙ্গলবার সকাল ৮.৩০ ঘটিকায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। ভান্ডারিয়া থানা পুলিশকে রহস্য উদঘাটন ও দ্রুত অপরাধীদের শনাক্ত করার নির্দেশনা দেন। উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (মঠবাড়িয়া সার্কেল), জনাব মোঃ শাখাওয়াত এমরান হোসেন, অফিসার ইনচার্জ, ভান্ডারিয়া থানা


এ বিভাগের আরও সংবাদ