ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে গুদিঘাডার শাহীনুর বেগম, নাসির ও বশির কর্তৃক মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসীর আয়োজনে শনিবার (০৩ মে) বিকেলে গুদিঘাডা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিপুলসংখ্যক নাারী পুরু মানববন্ধনে অংশগ্রহন করেন।৫নং ওয়ার্ড মহীলা লীগ নেত্রী শাহীনুর বেগম গভারামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা। আ’লীগের নাসির ও বশির একি এলাকার বাসিন্দা তারা গফফার হাওলাদার ও সোহাগ হাওলাদার এবং সাদ্দাম হোসেন সহ আরো অনেক বিরুদ্ধে জমি জমা সংক্রান্ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন বলেন ভূক্তভোগীরা ।মানববন্দনে বক্তব্য দেন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ, সদর উপজেলা জীয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো: রেজাউল, গুদিঘাডা বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুতালেব মাঝি ও নারী সামাজের পক্ষে রানু বেগম।এসময় বক্তারা বলেন, মহিলা নেত্রী শাহিনুর বেগম খারাপ প্রকৃতির লোক তার অত্যাচারে স্থানীয়রা অতিষ্ট। বিএনপি দলীও স্থানীয় নিরিহ সাধান মানুষের নামে জমি সংক্রান্ত একাদিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী, সেচ্ছাচারিতা, জুলুম অত্যাচার চালিয়ে আসছে। এর প্রতিবাদ জানিয়ে তারা শাহিনুরসহ আওয়ামীলীগের দোসর নাসির ও বশিরের সকল অপকর্মের প্রতিবাদে মানববন্ধন থেকে আইনগত ব্যাবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট।