মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
আজ, ৩০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘গণশুনানি যেখানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান সরাসরি জনগণের অভাব, অভিযোগ ও আবেদন শুনেন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের বুধবার দিনব্যাপী এ গণশুনানির আয়োজন করা হয়, যেন নাগরিকরা তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পান। তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলোর সমাধান করা হয়, এবং অধিকতর অনুসন্ধান প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তের নির্দেশনা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে জনগণের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা সম্ভব হয়।এছাড়াও, প্রতিদিন জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে আগত নাগরিকদের সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন এবং সম্ভাব্য সমাধান প্রদান করেন। জনসেবার এই ধারাবাহিক উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার বহন করে।