• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

নলছিটিতে জাল দলিলের মাধ্যমে অন্যের জমি বিক্রির অভিযোগ পাওয়া গেছে প্রতারক সুলতান ও হেমায়েত গঙের বিরুদ্ধে ।

তথ্য অনুসন্ধানে মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

তথ্য অনুসন্ধানে মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ মাদ্রাসা এলাকায় জাল দলিল করে জমি বিক্রির অভিযোগে আদালতে মামলা করেও প্রতারক দের হাত থেকে রেহাই পায়নি অসহায় পরিবার। মামলা নাম্বার ১৯/২০৯ জাল দলিলের মাধ্যমে অসহায় পরিবারের জমি গোপনে বিক্রি করেছে।সুলতান,ও হেমায়েত বাহিনী উক্ত বিষয় আদালতে মামলা দিয়েও পাচ্ছে না কোন আইনি সহযোগিতা এমন অভিযোগ করে জমির মালিক মোস্তফা কামাল মানিক, তিনি জানিয়েছেন ভূমিদস্য সুলতান হাওলাদার, হেমায়েত হাওলাদার, মোছাম্মৎ ফাতিমা বেগম, মমতাজ বেগম , কুলসুম বেগম, মোসাম্মৎ ময়না বেগম, মোসাম্মদ শেলী বেগম, সর্ব গ্রাম প্রতাপ থানা নলছিটি জেলা ঝালকাঠি,সহ সুলতান ও হেমায়েত বাহিনী প্রতারণার মাধ্যমে জমির মূল মালিক মোস্তফা কামাল মানিকের সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছেন উক্ত বিষয় জানাজানি হলে জমি বিক্রয় বাধা দিলে ভূমিদস্যরা গত ৫/২/২৪ তারিখ মোস্তফা কামাল মানিক, ও তার মা সহ পরিবারের সদস্যের উপর পরিকল্পিত হামলা চালায় এ সময় মা ছেলে রক্তাক্ত গুরুতর জখম হয় উক্ত বিষয় ঝালকাঠি আদালতে মামলা চলমান।আসামিরা সুলতান ও হেমায়েত বাহিনী তারা এখন উক্ত মামলা থেকে যাবিনে আছেন উক্ত মামলার আসামিরা যাবিনে থাকিয়া গোপনে সম্পত্তি বিক্রি করতেছে উক্ত বিষয় জমির মালিক মোস্তফা কামাল মালিক,ঝালকাঠি আদালতে মামলা দিয়েছেন আদালত মামলা আমলে নিয়ে উক্ত বিরোধী সম্পত্তিতে ১৬/৬/২০১৯) তারিখ নিষেধাজ্ঞা জারি করেন মামলা নাম্বার ১৯/২০০৯ সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন আদালত কিন্তু বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ভূমিদস্য সুলতান ও হেমায়েত এবং ইসাহাক বাহিনী। গত একুশে এপ্রিল সকাল ৯ঃ০০ ঘটিকার সময় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গায়ের জোরে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে উক্ত বিরোধী ও সম্পত্তিতে জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করেন এ সময় এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয় নলছিটি থানা পুলিশের সহযোগিতায় উক্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় প্রতাপ গ্রামের সোবাহান হাওলাদারের ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের সম্পত্তি দলিল নাম্বার (১১৫০) ও (১৯৫) জেল নং ২৫, মৌজা প্রতাপ, এস, এ খতিয়ান নং ১০০, ১০২,৩৫২,৩৫৩,৩৫৬, সর্ব জমির পরিমাণ ৩ একর ৩২ সম্পত্তির ওয়ারিশ ও সাপকাওলা মূলে মালিক মোস্তফা কামাল মানিক বিদ্যমান থাকলেও বিভিন্ন সময় ভূমিদস্যদের অবৈধভাবে দখলের চেষ্টা সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে উক্ত বিষয় ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর গত ৭/৪/২০২৫ তারিখ লিখিত অভিযোগ দিয়েছেন মোস্তফা কামাল মানিক। এবং নলছিটি থানায় করেছেন সাধারণ ডায়েরি ডাইরি নং ৫০ তারিখ ২/৪/২০২৫. এবং আদালতের মামলা নং ১৯। ২০০৯ জাল জালিয়াতির মামলা চলমান আছে এবং জাল জ্বালিয়েছি মামলায় সুলতান ও হেমায়েত বাহিনী দীর্ঘদিন ঝালকাঠির জেল হাজতে ছিলেন।উল্লেখিত প্রতারক চক্র সুলতান ও হেমায়েত বাহিনী ক্ষমতাশালী হওয়ার কারণে অসহায় মোস্তফা কামাল মানিক বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও পাচ্ছেন না কোন আইনি সহযোগিতা প্রশাসনের সহযোগিতা চেয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ করিয়েছেন একাধিকবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সহযোগিতা একান্ত প্রয়োজন ।উক্ত বিষয় সাক্ষাৎকার নেওয়ার জন্য সুলতান ও হেমায়েতকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি এজন্য সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি।


এ বিভাগের আরও সংবাদ