• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে মোবাইল দোকানে চুরি

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী:-
Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা অন্তর্গত কেশরহাট বাজারে রহমান প্লাজার দ্বিতীয় তলায় মাহবুব টেলিকম এর একটি মোবাইলের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ইএপ্রিল )ভোর সময় অনুমান ০৫:৩৮ মিনিটে চুরির এ ঘটনা ঘটে।দোকান মালিক উপজেলার হরিদাগাছি গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মাহবুব হোসেন(৪৮), তিনি জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার আগেরদিন রবিবার রাতে মোবাইল বেচা-কেনা করে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। পরের দিন ২১ শে এপ্রিল সোমবার সময় অনুমান ০৯:৪৫ ঘটিকায় মোবাইলের দোকান খুলতে এসে দেখতে পান মোবাইলের দোকানের সবগুলো তালা ভেঙ্গে চোরদের নিজস্ব তালা দিয়ে বন্ধ করে গিয়েছে। তিনি স্থানীয় বণিক সমিতির লোকজন সহ থানা পুলিশকে অবগত করে তালা ভেঙ্গে দোকান ঘরের ভেতর প্রবেশ করে দেখেশুধুমাত্র ৩২ টি এন্ড্রয়েড সেট চুরি হয়েছে। যাহার মূল্য অনুমান ৬/৭ লক্ষ টাকা, বলে দাবি কর্তৃপক্ষের। এ ঘটনায় চুরিরর দৃশ্য সিসি টিভিতে রেকর্ড আছে বিষয়টি নিয়ে থানায়অজ্ঞাতনামা ৫/৬ জন কে আসামি করেএকটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী দোকান মালিক। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), আতাউর রহমান বলেন, এবিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিভাগের আরও সংবাদ