• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারl

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য সচিব বেল্লাল ফরাজির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। মোঃ বেল্লাল দলবল নিয়ে জোরপূর্বক দোকান ঘর থেকে ইট,বালু,সিমেন্ট, রড চুরি করে নিয়ে যায় এবং উক্ত ঘরে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন দোকানের মালিক মোঃ খলিলুর রহমান প্রিন্স। অভিযোগের ভিত্তিতে সরোজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড সাপানিয়া, কাগাশুরা, ৯৯ রেজাউলের বিল্ডিংয়ের পাশে মরিয়মের কাছ থেকে সাত বছর আগে ক্রয় কৃত জমিতে প্রিন্স টেলিকম নামে ভোগদখলীয় দোকান ঘর । ১৯ এপ্রিল ভোরে মোঃ বেল্লাল দলবল নিয়ে প্রিন্স টেলিকমের মধ্যে থাকা ইট,বালু,সিমেন্ট,রড লুট করে নিয়ে যায় এবং প্রিন্সের দেওয়া তালা ভেঙ্গে বেল্লালের নিজের তালা লাগিয়ে সাইনবোর্ড টানিয়ে তারা দলবল নিয়ে ঘটনা স্থল ত্যাগ করে । এ সময় বেলালের সঙ্গে শাহীন,জামাল, সুমন শরীফ উপস্থিত ছিলেন। এ ঘটনায় কাউনিয়া থানায় খলিলুর রহমান প্রিন্স বাদী হয়ে বেল্লাল সহ উল্লেখ্য ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেন। প্রিন্স সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে,মালামাল লুট করে নেওয়া আমার ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের শুদৃষ্টি কামনা করি। এদিকে অভিযোগ অস্বীকার করে বেল্লাল ফরাজি দাবি করে বলেন, আমি আমার নিজের জায়গায় সাইনবোর্ড টানিয়ে দখলে নিয়েছি। পরে প্রিন্স থানায় গেলে আমিও থানায় যাই থানা থেকে আগামী বুধবার সালিশ মীমাংসার জন্য কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।ঘটনার পরপরই কাউনিয়া থানা পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেন। এ ব্যাপারে এএস আই রতন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দোকান ঘর তালা দেওয়া অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিভাগের আরও সংবাদ