• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

সালথায় চার সহযোগীসহ পঁচিশ মামলার আসামি ডাকাত মাসুদ গ্রেফতার

সাইদ গাজী সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সাইদ গাজী সালথা (ফরিদপুর) প্রতিনিধিl

ফরিদপুরের সালথায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের হোতা মাসুদ খাঁকে চার সহযোগীসহ আটক করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক মাসুদ খাঁ’র নামে বিভিন্ন থানায় ২৫ টি মামলা রয়েছে, এরমধ্যে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।আটককৃত মাসুদ খাঁ (৩০) স্থানীয় মৃত সাদেক খাঁ’র পুত্র। অপর সহযোগীরা উপজেলার চরকামদিয়ার জালাল মাতুব্বরের পুত্র মহসিন মাতুব্বর(২৮), ভাওয়াল গ্রামের আরেফিন সরদারের পুত্র লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের সাহিদ মোল্যার পুত্র মো. সাগর মোল্যা (২০), মধুখালি উপজেলার মেছের দিয়া গ্রের হারুন বিশ্বাসের পুত্র মনির হোসেন (২৬)।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কামদিয়া গ্রামে ডাকাত মাসুদ খাঁ এর বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় ৫জন সদস্যকে আটক করা হয়েছে। আটক মাসুদ খাঁ এর নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ২৫ টি মামলা রয়েছে ও তার মধ্যে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এছড়াও আটককৃত লিমন খাঁ ব্যতিত অন্য তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।


এ বিভাগের আরও সংবাদ