• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

নবীনগরে মেধাবৃত্তি পুরস্কার প্রদান। 

মো. নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মোঃ নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের কুলাশিন গ্রামের কৃতি সন্তান ওস্তাদ হাসান আলী খাঁন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ /৪/২৫) ওস্তাদ হাসান আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ -পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন।বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী করিম হাসান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন – থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.আমির ফয়সাল, থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বাবুল, সমাজসেবক তফাজ্জল হোসেন মানিক প্রমুখ। বক্তারা ওস্তাদ হাসান আলী খানের স্মৃতি চারণ করে তাঁর সামাজিক কর্মকাণ্ড ও গুণাবলি নিয়ে আলোচনায় ভূয়সী প্রশংসা করেন এবং এই প্রক্রিয়া চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।


এ বিভাগের আরও সংবাদ