মোঃনাছির চৌধুরী নবীনগর প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার বাদ আসর এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সদ্যপ্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল।দীর্ঘদিন যাবৎ জনপ্রিয় জাতীয় দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার নবীনগর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা সাংবাদিক গোলাম মোস্তফা ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে অনড় এক সাহসী কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই সাংবাদিকের প্রয়াণে নবীনগরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, তথ্য প্রযুক্তি সম্পাদক এস.এ রুবেল, প্রেসক্লাব সদস্য পিয়াল হাসান রিয়াজ, শাহ নূর খাঁন আলমগীর, মোঃ ইব্রাহিম খলিল, মিঠু সূত্রধর পলাশ, দেবব্রত দাস, মোঃ সফর আলী, জামাল হোসেন পান্না, কাউসার আলম, মমিনুল হক রুবেল, খন্দকার আলমগীর, মাজেদুল ইসলাম, হেলাল উদ্দিন, সাফিউল আলম, মাহাবুবুর রহমান, মোঃ খাইরুল এনাম, নাছির উদ্দিন, হুসাইন ইসলাম ও মোঃ আল আমীন।পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মোস্তফার পুত্র আব্দুল্লাহ আল সিয়াম (পুলক)। বাবার প্রতি ভালোবাসা আর অপূরণীয় শূন্যতার কথা বলতে গিয়ে উপস্থিত অনেকের চোখেই অশ্রু আসে।বক্তারা বলেন, গোলাম মোস্তফা ছিলেন একজন নির্ভীক, নিষ্ঠাবান এবং মানবিক সাংবাদিক। তার কর্মগাথা, সততা ও সমাজবোধ ভবিষ্যত সাংবাদিকদের জন্য আদর্শ হয়ে থাকবে।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।