• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণl

মোঃ ফয়সাল হোসেন, ব্যূরো প্রধান, রাজশাহী:-
Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন, ব্যূরো প্রধান, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমের জন্য মোট ৪৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বুধবার(৯এপ্রিল ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যত্রুমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আয়েশা সিদ্দিকা। এ সময় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার ( কৃষিবিদ )এম, এ মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি) জোবায়দা সুলতানা,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বেনজীর আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম,খাদ্য নিয়ন্ত্রণ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা যুব কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা সমাজসেবা অফিসার,ইমাম হাসান,সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ