বাবুল রানা মধুপুর টাঙ্গাইলপ্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মধুপুর উপজেলা ১০০ সজ্জা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মুসল্লীগন ।সোমবার (৭ই এপ্রিল) দুপুর ২টায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে হাসপাতালের প্রশাসক ডাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এসময় বক্তব্যে হাসপাতাল প্রদান বলেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নীতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করছে। এ হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী।বক্তব্যে হাসপাতালের আর,এম,ও সজীব কান্তি পাল বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও হামলার তীব্র নিন্দা জানাই এবং আশা করছি তারা ফিলিস্তিনিদের ওপর চালানো অত্যাচার নির্যাতন অতি দ্রুত বন্ধ করবে। তিনি সকলকে ইসরায়েল এর পন্য বয়কটের অনুরোধ জানান।এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, মধুপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মধুপুর পৌর সভার ৫নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মাহবুব হোসেন সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, সাধারণ মুসল্লী ও রাজনৈতিক নেতৃবৃন্দগন এ মানববন্ধনে অংশ নেন।