নবীনগর উপজেলা প্রতিনিধি।
রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা অভিযোগে হয়রানি এবং জীবনের নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেছেন এক সরকারি কর্মকর্তা। সোমবার (৭এপ্রিল) রাতে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন উপজেলার চিত্রী গ্রামের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।সংবাদ সম্মেলনে তিনি বলেন, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর থেকে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনে জয়ী হওয়ায় তিনি ও তার পরিবার নানা রকম হুমকি-ধমকির মধ্যে রয়েছেন।তিনি আরও জানান, গত ১২ জানুয়ারি গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কেউই যুক্ত ছিলেন না, তবুও পরিকল্পিতভাবে এলাকায় তাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।গত ৩০ মার্চ স্থানীয় একটি পক্ষ তার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ দেয় বলেও তিনি জানান। এরপর ৪ এপ্রিল একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তিনি ও তার ভাইদের লক্ষ্য করে একটি দল হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন।তিনি বলেন, “আমি এবং আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি,যেকোনো সময় ওরা আমাদের উপর হামলা চালাতে পারে । একটি মহল পরিকল্পিতভাবে আমাদের সামাজিকভাবে হেয় করতে চাচ্ছে। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।”সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের সামনে তিনি প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন যাতে সত্য উদঘাটন হয় এবং তারা নিরাপদে বসবাস করতে পারেন।