• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

বরিশালে কাঁচা মরিচের আড়তে অভিযান, ৪ দোকানিকে জরিমানা।

বরিশাল জেলা প্রতিনিধি মাসুম শিকদার।
Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

কাঁচা মরিচের দাম সহনীয় রাখতে বরিশালের পাইকারি বাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানা হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও রশিদ আছে কিনা সেটা যাছাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করন।অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। এছাড়া নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়া মরিচ ও হলুদের দোকানে মূল্যতালিকা টাঙিয়ে না রাখার অপরাধে চারটি দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।পরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়।


এ বিভাগের আরও সংবাদ