• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

দৈনিক যায়যায় বেলা আইপি টেলিভিশন ও পত্রিকার যে সকল প্রতিনিধিদের নাম বাতিল বলে ঘোষণা করা হয়েছে তাদের নাম ও ছবিসহ প্রকাশ করা হলো।

নিজস্ব প্রতিবেদক
Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশন থেকে যে সকল সম্মানিত প্রতিনিধিদেরকে বাতিল বলে গণ্য করা হয়েছে। তাদের নাম ও ছবি প্রকাশ করা হলো। যাদের নাম ছবি প্রকাশ করা হয়েছে দয়া করে তারা ১৪/০৩/২০২৫ তারিখ থেকে দৈনিক যায়য বলা আইপি টেলিভিশন ও পত্রিকার পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করবেন না। জ্যোতি প্রমাণিত হয় তাহলে অফিসের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে অফিসের সাথে যোগাযোগ করে নতুন লোগো দিয়ে নতুন আইডি কার্ড সংগ্রহ করে তারপরে দৈনিক যায়যায় বেলার সংবাদ সংগ্রহ করিতে পারিবেন।যাদেরকে বাতিল বলে গণ্য করা হয়েছে নিউজ এডিটর মুরসালিম রিফাত কার্ড নাম্বার ৪ ঝালকাঠি। ফটো গ্রাফার সাকিব হোসেন ঝালকাঠি। বগুড়া জেলা প্রতিনিধি। বিকাশ স্বর্ণকার কার্ড নং ২৬।পাবনা জেলা প্রতিনিধি আফতাব হোসেন কার্ড নাম্বার ৫৯, বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন খান রানা কার্ড নাম্বার ১৯, শহিদুল ইসলাম , সিলেট জেলা প্রতিনিধি কার্ড নং ৬৬, ধামরাই উপজেলা প্রতিনিধি মাহবুব আলম রিপন কার্ড নাম্বার ৫৫,নীলফামারী জেলা প্রতিনিধি সেলিম হোসেন, কার্ড নাম্বার ৬৪,লালমনিরহাট জেলা প্রতিনিধি আবু আল হাসান আকাশ কার্ড নাম্বার ৭৬,চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। চট্টগ্রাম জেলা বুড়োপ্রদান নুরুল কবির কার্ড নম্বর ৬২। বিশেষ প্রতিনিধি আশিক আহমেদ উৎস।কার্ড নাম্বার ৬০,সিলেট গোলাপ পুর উপজেলা প্রতিনিধি। শাকেল উদ্দিন কার্ড নম্বর ৬১,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি শাহিনুর রহমান । কার্ড নাম্বার ৫৮,রাজপুরহাট জেলা প্রতিনিধি নয়ন হোসেন কার্ড নাম্বার ৫১,টেকনাফ উপজেলা প্রতিনিধি আবু বুখারী। রংপুর জেলা প্রতিনিধি শাহনাজ পারভীন।ফরিদপুর জেলা প্রতিনিধি নিরঞ্জন মিত্র নিরু কার্ড নাম্বার৭৫,তেতুলিয়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান।গোপালগঞ্জ জেলা বুড়োপ্রদান তপু শেখ কার্ড নাম্বার ৩২,মংলা উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম টিটু কার্ড নাম্বার ১১১, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি জসীমউদ্দীন কার্ড নাম্বার ৬৮ ফরিদপুর শাহারিয়াকান্দা উপজেলা প্রতিনিধি পাভেল মিয়া,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন, কার্ড নাম্বার ১০৩,চাঁপাইনবাবগঞ্জ জেলা বুড়োপ্রদান মোহাম্মদ তুহিন কাট নাম্বার ১০৪,গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।কার্ড নাম্বার ১০৬, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। আব্দুল কাদের কার নাম্বার ১০৭,বাউফল উপজেলা প্রতিনিধি কোহিনুর বেগম কার নাম্বার ৮৬,বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি। এ বি এম কামরুজ্জামান মাসুম কার নাম্বার ৮৪,উজিরপুর উপজেলা প্রতিনিধি এস এম তারিকুল ইসলাম কার নাম্বার ৮৭,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জুয়েল মিয়া। কার্ড নাম্বার ৫৬,কুষ্টিয়া জেলা প্রতিনিধি। মোঃ আরাফাত হোসেন কার্ড নাম্বার ২৫,রংপুর বুড়ো প্রদান মোহাম্মদ নুর ইসলাম আসলাম। কার্ড নাম্বার ২৯, বরিশাল জেলা প্রতিনিধি মোঃ মাসুম শিকদার কার্ড নাম্বার১৫,যে সকল প্রতিনিধির নাম উল্লেখ করা হয়েছে তারা ১৪/০৩/২০২৫ এই তারিখ মাসিক মিটিংয়ে রেজুলেশনের মাধ্যমে অফিসিয়াল সিদ্ধান্তে দৈনিক যায়যায় বেলা আইপি টেলিভিশন ও পত্রিকার সম্পাদক মহোদয়ের স্বাক্ষরিত একটি অফিসিয়াল প্যাড এ এমন তথ্য নিশ্চিত করা হয়েছে ।।প্রকাশক ও সম্পাদক মোঃ মোল্লা শাওন (সোহাগ) প্রধান কার্যালয় বাংলাদেশ ঢাকা , মিরপুর ১২ , ডি/ ব্লক, কালাপানি আশিক টাওয়ার পঞ্চম তলা। যোগাযোগ:০১৭১৫৮৯৩৫১৬, Email:shawonmolla302@gmail.com বার্তা বিভাগ: বাংলাদেশ ঝালকাঠি সদর ঝালকাঠি বাহের রোড কলেজ মোড় মোরশেদ মেডিকেলের সামনে ফাতেমা মঞ্জিল এর তৃতীয় তলা। স্থায়ী কার্যালয়: বাংলাদেশ বরিশাল ঝালকাঠি সদর ঝালকাঠি ওস্তাখান লেন ৮৪০০ ধানসিঁড়ি।


এ বিভাগের আরও সংবাদ