• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন,ব্যুরো প্রধান,রাজশাহী :-   
Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন,ব্যুরো প্রধান,রাজশাহী :-

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বাদ আসর উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়নের ওয়ার্ডের বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মৌগাছী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে এ আলম সিদ্দিকী মুকুলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনুচ আলীর সহযোগিতায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হানুল আলমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন,বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলার বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল,জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক, বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য মোঃরায়হানুল আলম রায়হান, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে বাংলাদেশ গড়ার জন্য ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশের সকল মানুষের দাবি-দাওয়া পূরণ হবে। বিশেষ অতিথি আরও উপস্হিত ছিলেন, উপজেলা সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন, বাকশিমইল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক (১) বাচ্ছু রহমান, সাংগঠনিক সম্পাদক (২) শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নয়ন আলম শাহ্, প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের আয়বাহক মোজাম্মেল হক, পবা উপজেলার নওহাটা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মুকবুল হোসেন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাবেক সাধাররণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী সহ, উপজেলা বিএনপির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক লিটন ও আরিফ,উপজেলা বিএনপির হিমু,বাবুল,ফিপটি,মৌগাছী ইউনিয়ন বিএনপির আলাউদ্দিন মাস্টার, ধূরইল ইউনিয়ন বিএনপির চঞ্চল চৌধুরী,শিমুল,উপজেলা ও মৌগাছি ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথিবৃন্দ বলেন, ‘যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দু আছে, ততক্ষণে পর্যম্ত রাজপথে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাবো। কেউ আমাদের উপর হামলা, নির্যাতন করে দামিয়ে রাখতে পারবে না। আমি উড়ে আসা হাইব্রিড নেতা না। গত ৫ আগস্টের পরের নেতা না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে সব সময় আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি। আপনাদের পাশে থাকতে চাই। শান্তিপুর্ন ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করার আহ্বান জানান। ইফতার পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকা,রাষ্ট্র নায়ক তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রয়াত বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করেন বসন্তকেদার জামে মসজিদের ইমাম বেলালী হুজুর।


এ বিভাগের আরও সংবাদ