• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১ জন আসামীসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।

গত ০৯ মার্চ ২০২৫ তারিখ ১৯০০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ০১ জন আসামীসহ ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার আটক করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাংগা বিশেষ ক্যাম্প এর দায়িত্বাধীন সীমান্ত শূন্য লাইন হতে ০৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নাঃ সুবেঃ এম এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল সাতক্ষীরা শহর হতে সীমান্ত এলাকায় গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ সোহেল উদ্দিন (৫৫), পিতা-মোঃ হামেজ উদ্দিন, গ্রাম-আইসপাড়া, ডাকঘর-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া ও জেলা-সাতক্ষীরা’কে ০১টি ইজিবাইক এবং ০২টি মোবাইলসহ আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামনের ইষ্টিয়ারিং এর নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সর্বমোট মূল্য ২,৩৫,৩৫,২০০/- (দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা।স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিভাগের আরও সংবাদ