• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

রাজশাহীর সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের পরিবারসহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

দৈনিক যায় যায় বেলা, মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী :-
Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

দৈনিক যায় যায় বেলা, মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী :

স্ত্রী ও দুই মেয়েসহ রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষপতে এ আদেশ দেন।নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন– এএইচএম খাইরুজ্জামানের স্ত্রী শাহীন আক্তার, দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামান।দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন এবং তার স্ত্রী ও দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।’আবেদনে বলা হয়েছে, খায়রুজ্জামান লিটনসহ ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার দেশ ছেড়ে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকালে জানা গেছে। তারা বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।


এ বিভাগের আরও সংবাদ