• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

স্ত্রী ও শ্যালিকাকে হত্যা, অভিযুক্ত ঘাতক গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া অভিযুক্ত ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতে কসবা থানায় মামলা করা হয়।প্রসঙ্গত, রোববার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে যুঁথী আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তারকে (১৪) হত্যা করেন আমীর হোসেন।যুঁথী ছিলেন অন্তঃসত্ত্বা। বছর দেড়েক আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে যুঁথী আক্তারের বিয়ে হয়। হত্যার পর আমীর হোসেন পালিয়েযান।


এ বিভাগের আরও সংবাদ