মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এঁর সহধর্মিণী মিজ মাহফুজা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহারীয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব অন্তরা হালদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সুজিৎ কান্তি বসু।প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার আগে বারবার রিভিশনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার হলে বসার জন্য উদ্বুদ্ধ করেন।এছাড়া, অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা ও সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান। তাঁরা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় বিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের স্নেহ ও আশীর্বাদ জানান। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে যে, তারা আগামীর সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।