মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরেট স্কুল, ঝালকাঠি’র সভাপতি জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এঁর সহধর্মিণী মিজ মাহফুজা খানম, পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় ও তাঁর সহধর্মিণী মিজ টুম্পা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহারীয়ার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব অন্তরা হালদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।চড়ুইভাতির মূল আকর্ষণ ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও দলীয় নৃত্য, গান, আবৃত্তি এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা অতিথিদের বক্তব্যে উঠে আসে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সাথে এই পর্বে অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।দিনব্যাপী উৎসবমুখর এ আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন সৃজনশীল ও আনন্দঘন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।