মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে ঝালকাঠি জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে “জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্তে সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা।”কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহেদা পারভীন সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সভাপতিত্ব করেন জনাব আশরাফুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,ঝালকাঠি জেলা।ইউএন-এসকাপ কে বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে ১০০% ভাগ জন্ম নিবন্ধন ও ৫০% মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার ওয়াদা করলেও বিভিন্ন কারণে লক্ষ্যমাত্রা অর্জিত না হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদে তা বাস্তবায়নের মাধ্যমে গৃহীত কর্মপরিকল্পনার মাধ্যমে খুব শীঘ্রই লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হবে বলে আশা করা যায়।কর্মশালার সম্মানিত প্রধান অতিথি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। এর পর সিআরভিএস এর মাধ্যমে দ্রুততার সাথে লক্ষ্যমাত্রা পূরণের জন্য উপস্থিত জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকে আসা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গুরুত্বপূর্ণ সেশন পরিচালিত হয়।