• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

ধর্ষকের বিচার দাবীতে উত্তাল বরিশাল, ঝালকাঠি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ জনমনে আতঙ্কের সৃষ্টি ।।

তথ্য অনুসন্ধানে মারিয়া আক্তার বার্তা বিভাগ
Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

তথ্য অনুসন্ধানে মারিয়া আক্তার বার্তা বিভাগ দৈনিক যায়যায় বেলা।

সারাদেশে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠেছে বরিশাল, ঝালকাঠি শহর। এসময় ধর্ষকের বিচার ও শাস্তি নিশ্চিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন বিক্ষুব্ধরা।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নগরীর চৌমাথায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা। এতে চলাচলে বিঘ্ন ঘটে অসংখ্য যানবাহন।অপর দিকে একই কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্র জনতা। ধর্ষণবিরোধী মঞ্চের আয়োজনে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।এসময় বক্তারা দৈনিক যায়যায় বালা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে যেন ধর্ষণের মচ্ছব চলছে, দেখার কেউ নেই। গেল ৪৮ ঘন্টায় বিভিন্ন জেলায় ১৭ জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এমনটা চলতে পারে না। তাই অনতিবিলম্বে ধর্ষকদের চিহ্নিত করে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন তারা।এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল কলেজের শিক্ষার্থী জান্নাত নিপু, পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী ফারজানা পায়েল, মডেল স্কুলর শিক্ষার্থী মাহবুবা ইসলাম ছোঁয়া, আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন জাহান রাহা, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী হাসিব ইসলাম, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের শিক্ষার্থী সোহান ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ।উক্ত বিষয় ঝালকাঠিতে ও সোমবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি ও মাইশা মেহজাবীন। সহ সকল শিক্ষার্থীরা বলেন ৪৭ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যগে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। ঝালকাঠি বরিশাল সহ বিভিন্ন জেলার সড়ক অবরোধ করা বিক্ষোভকারীরা বলেন, গত কয়েকদিনে সারাদেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণ সহ ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। উল্লেখ্য রাজধানীর পল্লবীতে কাজের মেয়েকে ধর্ষণ।কুমিল্লায় ত্রাণ দেয়ার কথা বলে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ । পদ্মার নির্জন গৃহবধূকে গণধর্ষণ। মানিকগঞ্জের সিংগাইরে দশম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনীয় ধর্ষণ। শেরপুরে বেড়াইতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ। । বসত ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ পরে হত্যা। চায়ের আমন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণ। রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে ধর্ষণের শিকার আট বছরের শিশু। নওগায় ডাকাতির সময় গৃহবধূকে গণধর্ষণ। কুমিল্লা দুই নারী কে তুলে নিয়ে গণধর্ষণ। চট্টগ্রামে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার তরুণী। লক্ষ্মীপুরে মাকে বেদে যুবতী মেয়েকে ধর্ষণ। রংপুরে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ। ফরিদপুরে শিশুকে ধর্ষণের পরে হত্যা । রাজধানীর হাতিরঝিলে ধর্ষিতা স্কুল ছাত্রীর বস্তাবন্দি দিলাশ উদ্ধার । কক্সবাজারে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ সহ চুরি ডাকাতি ডিসেম্বরে বৃদ্ধি পেয়েছে এসব শ্লোগানে দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মাঘনববন্ধনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।এতক্ষণ দৈনিক যায়যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন।


এ বিভাগের আরও সংবাদ