• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

বেতাগী পৌরসভা ‎২নং ওর্য়াডবাসীর উদ্যোগে বার্ষিক ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মোঃ জামাল হোসেন।।
Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ জামাল হোসেন।।

‎বেতাগী পৌরসভা ‎২নং ওর্য়াডবাসীর উদ্যোগে বার্ষিক ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎২৩ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ রবিবার আসর বাদ বেতাগী ঐতিহাসিক তারা খান জামে মসজিদ মাঠে ইছালে সওয়াব ওয়াজ মাহফিল। ২নং ওর্য়াড বাসীর উদ্যোগে ঐতিহ্যবাহ ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিল আজ রবিবার। উল্লেখ্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রখ্যাত আলেমেদ্বীন, বর্তমান সময়ের জনপ্রিয় আলোচক, জনাব হযরত মাওলানা ক্বারী মোঃ বশির উদ্দিন জিহাদী, উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থি থাকবেন সবার সুপরিচিত জনাব মুফতি জোবায়ের আহমাদ মাদানী ইমাম ও খতিব বেতাগী বন্দর জামে মসজিদ, তরুন উদীয়ামান ইসলামী আলোচক, জনাব, প্রভাষক মাওলানা আবু হানিফ, ইমাম ও খতিব চালিতাতলা বাজার জামে মসজিদ উক্ত মাহফিলে সার্বিক পরিচলনা করবেন জনাব, মোঃ রেজাউল করিম নেছার খান, আজ আসরবাদ মাহফিল শুরু হবে জনাব হযরত মাওলানা ক্বারী মোঃ বশির উদ্দিন জিহাদী আখেরী মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে । মাহফিলে বাদ মাগরীব জনাব মুফতি জোবায়ের আহমদ মাদানী জিকিরের তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন।ইতোমধ্যে আগত মেহমানদের সার্বিক নিরাপত্তা বিধান, গাড়ি পার্কিং, সুপেয় পানি সহ মাহফিলের পূর্ববর্তি প্রায় সকল ধরণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব, মোঃ রেজাউল করিম নেছার খান ।এছাড়াও হাজার হাজার ভক্ত-মুরীদানসহ মুসলমানগণ মাহফিলে আসার প্রস্তুতি নিচ্ছেন।বয়ান শেষে বিশ্ব মুসলিমদের শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতারন করা হয়।


এ বিভাগের আরও সংবাদ