দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:
“কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে রাজশাহী জেলার বিভিন্ন বালাইনাশক কোম্পানির অফিসারদের নিয়ে ‘রাজশাহী পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন’ গঠন করা হয়েছে। পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শেষে কমিটিতে কাবির হোসেন (এভারগ্রীন ক্রপ কেয়ার ) রিজিওনাল ম্যানেজার কে সভাপতি ও কৃষিবিদ কামরুল হাসান (ক্লীন এগ্রো ) রিজিওনাল সেলস্ ম্যানেজার কে সাধারন সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র সহ-সভাপতি ফরিদ হোসেন (একমি পেস্টিসাইড লিঃ ) ডিভিশনাল সেলস্ ম্যানেজার, যুগ্ন- সাধারন সম্পাদক আব্দুল রহিম ( ফেয়ার এগ্রো) রিজিওনাল ম্যানেজার), সাংগঠনিক সম্পাদক, মো ঃ সালমান রেজা (নাবা ক্রপ কেয়ার ) রিজিওনাল ইনচার্জ , কোষাধ্যক্ষ, মোঃ শফিকুল ইসলাম (জেনেটিকা ইন্ডাঃ ) সিনিয়র মার্কেটিং অফিসার, প্রচার সম্পাদক মোঃ মাহামুদুল হাসান (ব্যাবিলন) মার্কেটিং অফিসার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিপন আলী (জান্নাত এগ্রো ) এরিয়া সেলস্ ম্যানেজার, ক্রিয়া সম্পাদক মোঃ আলিফ আলী মিঠু, ( টেনস্ এগ্রো ) মার্কেটিং অফিসার, ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ জামাল উদ্দিন ( গ্রীনবাংলা) সিনিয়র মার্কেটিং অফিসার। কমিটি গঠন নিয়ে সভাপতি বলেন, ‘সারাদেশের বিভিন্ন জেলা কর্মরত সকল অফিসার ও ম্যানেজারদের একই প্লাটফর্মে এনে কৃষি ক্ষেত্রে সেবার মান বাড়াতেই এই সংগঠন করা’। আমরা আশাবাদী এই সংগঠনের মাধ্যমে জেলায় কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে’। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।