• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নয়: বললেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।

বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো ভাবেই স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বতী কালীন সরকার বিভিন্ন কৌশলে স্থানীয় নির্বাচনের আয়োজনের মাধ্যমে জনগণের রায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তবে আপনাদের পরিণতি হবে হাসিনার সরকারের মতোই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না,ইতিহাস তার প্রমাণ দিয়েছে। জামায়াত ইসলামের কঠোর সমালোচনা তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে যারা দ্বৈতনীতি ও স্বার্থান্বেষী রাজনীতি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি জনগণের দল, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।দীর্ঘ ১৭ বছর পর শনিবার সকালে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আকন কুদ্দুসুর রহমান, মোঃ মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য মোঃ হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেনভুট্টো । সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন, এবং পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকমীর্র উপস্থিতিতে সমাবেশস্থল জনসমূদ্রে পরিনত হয়। সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন। শট: অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


এ বিভাগের আরও সংবাদ