• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

সমঅধিকার আদায়ে বদলগাছীতে মানববন্ধন।

মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,নওগাঁ।
Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,নওগাঁ।

সম্প্রতি বদলগাছীতে রাস্তার উন্নয়ন কাজ চলমান। এরই ধারাবাহিকতায় সরকার কতৃক রাস্তার এক পার্শ্বে ভূমি অধিগ্রহণ এবং অন্য দিকে বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন করে বদলগাছীর ক্ষতি গ্রস্ত জনগণ।   ১৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে প্রায় আধা ঘণ্টা বাপী এই কর্মসূচি পালন করেছেন এলাকার ক্ষতি গ্রস্ত জনগণ। রাস্তা উন্নয়নের বিপক্ষে আমরা নয়।আমরাও চাই রাস্তার উন্নয়ন হোক, তথা এলাকার উন্নয়ন আমাদের কাম্য। আমরা উন্নয়নের অংশীদার হতে চাই। কিন্তু বৈষম্য কেন? একদিকের জনগন সহায় সম্বল সব হারাবে, অন্য দিকে অধিগ্রহণের সুযোগ থাকা সত্বেও  কেন এই বৈষম্য? আমাদের সমঅধিকার থেকে বঞ্চিত কেন  করা হচ্ছে? আমরা এটা কখনোই হতে দিবনা।প্রয়োজনে আমরা আবারও কঠোর কর্মসূচি পালন করবো। এভাবেই বক্তব্য রাখছিলেন মানববন্ধনে উপস্থিত ক্ষতি গ্রস্ত জনগণ। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।


এ বিভাগের আরও সংবাদ