• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

ঝুট ব্যবসা দখল নিতে গোলাগুলি; দুই জন গুলিবিদ্ধসহ আহত ৫

আশুলিয়া স্টাফ রিপোটার মো:বাবুল হোসেন
Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আশুলিয়া স্টাফ রিপোটার মো:বাবুল হোসেন।

 

ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।রোববার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন আঞ্চলিক সড়কে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল এসে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেন।গুলিবিদ্ধরা হলো- হবিগঞ্জ জেলার সদর থানা এলাকার মো: ডালিমের ছেলে কাপ্তান (১৬)। সে জামগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসাবে কাজ করতো। গুলিবিদ্ধ অপরজন হলো টাঙ্গাইল জেলার সদর থানার পিটনা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মঞ্জু মিয়া (১৮)।প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানাটি থেকে রনি ভূইয়ার লোকজন ঝুট বের করতে গেলে তাতে বাধা দেয় শরীফ চৌধুরীর লোকজন। এসময় বেঁধে যায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দও শুনতে পায় স্থানীয়রা। পরে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।রনি ভূইয়ার বাবা বকুল ভূইয়া বলেন, সকল আইনকানুন মেনে দীর্ঘ দিন ধরে আমি ব্যবসাটি পরিচালনা করছি। কিন্তু স্থানীয় শরীফ চৌধুরী ও তার লোকজন আমার ঝুট ব্যবসা দখলের পায়তারা করে আসছিল। আজকের কারখানা থেকে ঝুট বের করার সময় আমার লোকজনের উপর গুলি করেছে এবং গাড়ি ভর্তি মালামালে আগুন ধরিয় দিয়েছে।তিনি জানান, তিনি আশুলিয়া থানার তাঁতি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২০ বছর ধরে ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।তবে হামলার বিষয়ে জানতে অভিযুক্ত শরীফ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত জুট ব্যবসা কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে


এ বিভাগের আরও সংবাদ