• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ এখন গনঅধিকার পরিষদ‌।।

বিশেষ প্রতিনিধি ঃ
Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি।।

গনঅধিকার পরিষদ বরিশাল জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছত্র ছায়ায় বাবুগঞ্জ উপজেলার আহবায়ক রানা আহমেদ এবং সদস্য সচিব মাসুম হাওলাদারের নেত্রীত্বে বাবুবাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকৃহ জাহিদ সিকদারকে গনঅধিকার পরিষদে পূর্ণ বাসনের লক্ষে গন অধিকার পরিষদের ফরমে জাহিদ নিজ হস্তে স্বাক্ষর করে ফরম পুরন করেছেন বলে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ছারাও এমন কি জাহিদ শিকদারের বাসার দোতলায় গনঅধিকার পরিষদের অফিসের কার্যক্রম পরিচালিত হওয়ার দৃশ্যও লক্ষ্য করা গেছে। এবং ওই ঠিকানায় বাবুগঞ্জ উপজেলা আহবায়ক ও সদস্য সচিবের ভিজিটিং কার্ডে ঠিকানা দেওয়া রয়েছে।  গনঅধিকার পরিষদের সদস্য ফর্মে জাহিদ শিকদারের নাম ঠিকানা ছবি ও আইডি কার্ডের নাম্বার সহ স্বাক্ষর দিয়ে ফরম পুরন করার অভিযোগের বিষয় গনঅধিকার সংগঠনের বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় তার সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক অবগত নন। কোথা থেকে ফরম সংগ্রহ করে পুরন করেছেন বিষয়টি খতিয়ে দেখবেন তারা । বর্তমান প্রেক্ষাপটে নিজকে আড়াল করতে জাহিদ শিকদার এই কাজ করেছেন বলে তিনি ধারনা করেন। এ ছারাও তিনি আরো বলেন, ফরমে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়োগের কোন সই স্বাক্ষর ও সত্বতা নাই বলে ওই ফরম মুলী হীন।জাহিদ কৃষক লীগের বাবুবাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে যোগদান করে কাজ করে আসছেন, ৫ ডিসেম্বর ২০২২ ইং বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের এক ত্রিবার্ষিক সম্মেলনে পিন্টুকে বাবুগঞ্জ উপজেলা সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে অপর দিকে জাহিদুর রহমান শিকদারকে সম্পাদকের দায়িত্বে রাখা হয়েছে বলে আরিফ মাহামুদ মুন্নার এক নিউজের আলকে লক্ষ করা গেছে। তিনি( জাহিদ) গনঅধিকারা পরিষদের ফরম পুরন করে সদস্য হিসাবে নিজকে দাবি করলেও কোন লাভ হবেনা যতক্ষণ পর্যন্ত কমিটির চুড়ান্ত সিদ্ধান্তে তাকে নিয়োগ করা না হবে এমনটি জানিয়েছেন গনঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন।


এ বিভাগের আরও সংবাদ