• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় পুর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাংচুর,মালামাল লুট পাট ও গাছ পালা কর্তনের অভিযোগ

দৈনিক যায় যায় বেলা, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক যায় যায় বেলা, রাজশাহী ব্যুরো প্রধান:

নওগাঁর মান্দা উপজেলাধীন ১১নংকালিকাপুর ইউপির চকমানিক গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা,ভাংচুর,লুটপাট ও গাছ পালা কর্তনের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।৮ফেব্রুয়ারী (শনিবার)বেলা আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় এই ঘটনা ঘটে।ভুক্তভোগী আবুল কাশেমের মেয়ে প্রত‍্যক্ষ‍্যদর্শী বেবি নাজনিন (৩৮), জানান একই গ্রামের মোসলেম মন্ডলের ছেলে আলমগীর হেসেন(৩৮), শাহাদত(৩২), লোকমান আলীর ছেলে সিদ্দিকুর রহমান সিদ্দিক( ২৫), রফাতুল্লার ছেলে গিয়াস উদ্দিন (৫৭), মোজাহার আলী(৫০), হাচেন আলীর ছেলে ফজলুর রহমান (৪৫) জুয়েল রানা(৪০), সহ অজ্ঞাতনামা ২০/৩০ জন হামলাকারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাবার বাড়িতে অতর্কিত হামলা করে বাড়ির সামনের ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে মূল‍্যবান আসবাবপত্র ভাংচুর,স্বর্ণালংকার,নগদ অর্থ ও মূল‍্যবান দলিলপত্রাদি লুটপাট করে নিয়েগেছে এবং আমার বাবার দখলকৃত সম্পতিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেছে।এতে করে প্রায় দশলক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।আমার ভাইয়েরা চাকুরীর সুবাদে বাইরে থাকার সুযোগে ফাঁকাবাড়ি পেয়ে তারা এঘটনাটি ঘটিয়েছে।আবারও আবাদি জমি দখল সহ বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলমান আছে। এদের সাথে আমার বাবার পূর্ব হতে বিরোধ রয়েছে। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তাদের মধ‍্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসতেছে, এরকম ঘটনা কয়েক বার ঘটেছে এবং মামলা মোকদ্দমা চলছে।এবিষয়ে অভিযুক্তদের বাড়িতে তালাবদ্ধ থাকায় তাদের কোন মতামত পাওয়া যায়নি। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুনসুর রহমান, জানান অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ