• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)‘র গঠনতন্ত্র অনুমোদন সভা অনুষ্ঠিত। 

দেবাশীষ দাশ ( রাজা) ক্রাইম রির্পোটার চট্টগ্রাম, 
Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

 

চট্টগ্রামে গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ ও মেধাবী পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সকল সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সিআরএ কার্যালয়ে সংগঠনের সভাপতি দৈনিক দেশ বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকন সংশোধিত গঠনতন্ত্র পাঠ করে শুনান ও অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন

দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক

আল মামুন,এসময় সংগঠনের গঠনতন্ত্র নিয়ে বিশাদ আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ,যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু,যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মো: রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসাইন, আপ্যায়ন সম্পাদক আবুল হাসানাত মিনহাজ, সহ-অর্থ সম্পাদক এবাদুল হক, সহ-প্রচার সম্পাদক এম আর মিলন, সহ-আপ্যায়ন সম্পাদক নূরনবী শাওন, কার্যকরী সদস্য নজিব,গিয়াস উদ্দীন পান্না সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন শেষে সংগঠনের সকল সদস্যকে গঠনতন্ত্র অনুসারে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়। সে সাথে সাংবাদিকদের ন্যায় সংগত দাবি অধিকার মর্যাদা রক্ষায় চট্টগ্রামের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

পরে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকন এর জন্মদিন উপলক্ষে সংগঠনের সকল সদস্যদের নিয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও নৈশ ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।


এ বিভাগের আরও সংবাদ