• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড, ৪ ড্রেজার জব্দ।

নবীনগর প্রতিনিধি নাছির চৌধুরী
Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নবীনগর প্রতিনিধি নাছির চৌধুরী।।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৯ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ১৫ দিনের করে জেল দেওয়া হয়।আটককৃতরা হলেন নরসিংদীর শা‌হিন মিয়া (৩২), মাধব‌দীর আব্দুল্লাহ (২৪), মে‌হেন্দীগঞ্জের সোহাগ মিয়া (২০) ও কানাইনগ‌রের নীরব মিয়া (১৯)।এরা সকলেই ড্রেজার শ্রমিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরে সেখান থেকে ২ কোটি টাকা মূল্যের ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম। জানা যায়, উপজেলার কানাইনগর বাজারের পশ্চিম পাশে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে আসছিল স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। স্থানীয়রা জানান, অবৈধভাবে এসব বালু উত্তোলনের কারণে এলাকার ফসলি জমি-বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু বালু উত্তোলনের বিরুদ্ধ বারবার প্রতিবাদ করেও এতদিন কোন প্রতিকার পায়নি এলাকাবাসী।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, নরসিংদীর ওইসব ‘দুর্ধর্ষ’ বালুখেকো দস্যুদের ভয়ে বিগত দুই বছর ধরে বাঞ্ছারামপুর সীমানায় কেউ জলমহাল বা বালু উত্তোলনের ইজারা নেওয়ারও সাহস করেনি।এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে বলেও জানান তারা।বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের করে জেল দিয়েছি। পাশাপাশি ২ কোটি টাকা মূল্যের ৪ টি ড্রেজার মেশিন জব্দ করেছি।’ এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এ বিভাগের আরও সংবাদ