নবীনগর প্রতিনিধি নাসির চৌধুরী।
নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া সিএনজি ভাড়া নিচ্ছে মাত্রা অতিরিক্ত অভিযোগ করেন যাত্রীরা।যেখানে নবীনগর থেকে কোম্পানিগঞ্জ ২৭ কি.মি.ভাড়া ৭০ টাকা সেই তুলনা নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া ২৪ কি.মি.ভাড়া নিচ্ছে ১২০ টাকা এই ভাড়া নিয়ে গণশুনানি হলেও এর কোন ফয়সালা দিতে পারেনি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। সাধারণ যাত্রীরা বলেনএই চমৎকার রাস্তাটি হওয়ার পরও এত বেশি ভাড়া মেনে নিতে পারছি না। পক্ষান্তরে সিএনজি চালকরা বলেন আমরা নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সারাদিনে একটি কি দুইটি টিপ মারি কিন্তু আসার সময় ওইখানের সিএনজি চালকরা কোন যাত্রীকে আমাদের সিএনজিতে উঠতে দেন না ফলে আমরা খালি আসতে হয় এক্ষেত্রে আমাদের ভাড়া বেশি নিতে হয়।এই বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন যোগদানের পর থেকে ভাড়া কমানোর জন্য বিভিন্ন মহলে আলোচনা করেছি মাইকিং করেছি গণ শুনানিও করেছি বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছিদ্রুত এর সমাধান হবে।