• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর উপর ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসী হামলা হামলার  প্রতিবাদ ও বিচারের দাবিতে প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন।

ঝালকাঠি প্রতিনিধি সিয়াম খান।।
Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি সিয়াম খান।

ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর উপর ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসী হামলায় প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সংগঠন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ধানসিড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগা-সাধারন সম্পাদক সজন হাওলাদার দলবল নিয়ে বুধবার দুপরে গাবখান ব্রিজ ঢালে একটি হোটেলে বসা অবস্থায় পূর্বপরিকল্পিত ভাবে মিজানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে মিজানুর রহমান রাজু গুরুতর আহত হলে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। এঘটনায় সদর থানায় লিখিত অভেযোগ দেয়া হয়েছে।অভিযোগে আরো জানাগেছে, স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার ও ব্যক্তিগত ফায়দা লোটার লক্ষে জেলা যুবদলের যুগ্মআহবায়ক সেলিম হাসান ও ছাত্রদলের পাঠাগার সম্পাদক সজিবের ছত্রছায়ায় ইউনিয়ন ছাত্রলীগের ক্যাডার সজন হাওলাদার ও তার সহযোগীরা ইউনিয়ন জুড়ে নানা অন্যায়-অপকর্ম করে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী সজন হাওলাদারসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার দাবি করেন।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম, জেলা যুবদল সদস্য মেহেদি হাসান, জেলা ছাত্রদল অর্থ বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান পলাশ, ইউনিয়ন সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মো. রনি সিকদার ও রাহাত খান প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ