ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠী প্রতিনিধিঃ ঝালকাঠি জুবায়ের নামের এক আসামী একটি জিয়ার মামলায় গ্রেপ্তার হয়ে ঝালকাঠি কারাগারে আছে। আজ ঝালকাঠি আদালতে জুবায়েরকে আনা হলে জুবায়েরের হাতে প্লাস্টার করা দেখা যায়। এ বিষয় জুবায়ের ও তার ভাই মোঃ কবির হোসেন সাংবাদিকদের জানান আমার ভাই জুবায়ের এর কাছে কারারক্ষীরা টাকা চেয়েছিল, টাকা না দেয়ায় বিভিন্ন অজুহাতে গত ১৭ই জানুয়ারি আমার ভাইকে সোবেদার সোহাগ, প্রধান কারারক্ষী আলাউদ্দিন, কারারক্ষী ইদ্রিস, গিয়াস, শামীম, নুরুল হক, মুসা তিন দফায় সমস্ত শরীরে বেধড়ক পিটিয়ে ফুলা জখম করে ও তার ডান হাত ভেঙে দেয়। জুবায়ের এর ভাই কবির আরো জানান উপর্যুপরি মারধরের পরেও আমার ভাইকে কোন চিকিৎসা দেয় নাই, এরপর গতকাল যখন জুবায়ের ব্যথায় কাতরাচ্ছিল তখন কারা কর্তৃপক্ষ ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করায়। আমার ভাই এত অসুস্থ থাকা সত্বেও তাকে কারা হাসপাতালে রাখে নাই। আজ বিষয়টি তার আইনজীবীগন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান এর নজরে আনলে বিষয়টি ঝালকাঠি জেলের সুপারেনটেন্ট কে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদনের জন্য আদেশ দেন। এ বিষয় জেল সুপারের নিকট জানতে চাওয়া হলে সাংবাদিকদের জানান কোন কারারক্ষী জুবায়ের কে মারধর করে নাই। জুবায়ের ওয়ার্ডে খাবার নিয়া নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করলে নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে।এদিকে কারা কর্তৃপক্ষের বক্তব্যর পরে আজ কারাগার থেকে বের হওয়া এক আসামী বলেন জুবায়েরকে কারারক্ষীরা খুব মেরেছে।জুবায়ের ছারা অন্য কেহ আহত হয় নাই।