• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার।

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: 
Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার দুই বিএনপি নেতার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী জিয়াউদ্দিন ছিরণ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান এবং চাখার বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্বাস্থ্য সহকারি ফিরোজ হাওলাদার ও যুবলীগ কর্মী জামির হোসেন অপুকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জিয়াউদ্দিন ছিরণ ও মনির হোসেন খান উপজেলার বাইশারী ইউনিয়নের ইটভাটা মালিক ও বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত চাঁদাবাজি, মারধর,ও ইটভাটা ভাংচুর মামলার সন্দেহভাজন আসামী।

এছাড়া ফিরোজ হাওলাদার ও জামির হোসেন অপু বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধার দায়েরকৃত তার ব্যবসাপ্রতিষ্ঠান ,বালুর ড্রেজার ও বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট মামলার সন্দেহভাজন আসামী।

ওইদিন বিকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে এর আগে সম্প্রতি বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও চাখার ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাব্বির হোসেনকে গ্রেফতার করে জেলহাজতেপাঠানো হয়।


এ বিভাগের আরও সংবাদ