• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে কালিমার নামে বিয়ে, স্বীকৃতি দাবিতে মা আহত, অতঃপর থানাই অভিযোগ 

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:

রাজশাহী মোহনপুর উপজেলার পারিবারিক শত্রুতার জের ধরে হামলার ঘটনায় ১ আহত হয়েছে। গত ২০ জানুযারি সোমবার সকাল আনুমানিক সাড়ে সাতটার টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এবিষয়ে মৌপাড়া মীরপাড়া গ্রামের আজাহার খাঁ মেয়ে সজনী খাতুন বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, একই গ্রামের আঃ রশিদ শেখ এর ছেলে লিপু শেখের সাথে ১ বছর পূর্বে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এমতবস্থায় ৪ মাস পূর্বে মৌখিক কালমা করিয়া বিবাহ করে বাবার বাড়ীতে রাখেন। সামাজিক ভাবে স্বীকৃতি দিয়ে তুলে নেওয়ার কথা বললে। বাদীর বসত বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এই সময় নিষেধ করলে বিবাদী আঃ রশিদের ছেলে লিপু শেখ,দিপু শেখ, টিপু শেখ, টিপু শেখ এর স্ত্রী আদরী খাতুন,দিপু শেখের স্ত্রী শাকিলা খাতুন সহ নাছিমার বাড়ির দরজা ভেঙ্গে এলোপাথাড়ী ভাবে চড় থাপ্পর,কিলঘুষি লাথি মেরে শরীলের বিভিন্নস্থানে ছেলাফোলা আঘাত করে এই সময় আদরী খাতুন, শাকিলা খাতুন, নাছিমার বাম হাত মুচড়িয়ে গুরুত্বর জখম করে। বাদীর মায়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে বিবাদীগণ হুমকি দিয়ে পালিয়ে যায় । গুরুত্বর অবস্থায় উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে । আহত নাছিমা বেগম জানান, বিবাদীরা আমার বাম হাত ভেঙ্গে ফেলেছে। প্রতিপক্ষরা আতঙ্কিত ভাবে আমাদের উপর হামলা করে। পরে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি হয়েছি। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান,জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ বিভাগের আরও সংবাদ