• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

মোটরসাইকেল শোভযাত্রা: বরিশাল মহানগর বিএনপির শীর্ষ ২ নেতাকে শোকজ  

বরিশাল জেলা প্রতিনিধি।।
Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে শোকজ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নেতাকর্মীদের নিয়ে বরিশাল নগরীতে মোটর সাইকেল নিয়ে শোডাউন দেয়ার ঘটনায় এ শোকজ দেওয়া হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশ দুই নেতার কাছে পৌঁছেছে।নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে। কোন ধরণের শোডাউন করেননি দাবি করে শোকজ নোটিশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন দুই নেতা।এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার প্রায় একই সুরে বলেন, আমরা নাকি বরিশাল বিমানবন্দর থেকে শোডাউন করে সদর রোড দলীয় কার্যালয়ে গিয়েছি।আমরা কোনো শোডাউন করিনি। মূলত আমাদের ঢাকা থেকে ফেরার খবরে উৎসুক নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যস্ত এলাকা হওয়ায় সেখানে যানবাহনের জট লেগেই থাকে।এর আগে, ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে গত শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশালে ফেরেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ও সদস্য সচিব জিয়াউদ্দিন।নেতাকর্মীরা দুই নেতার সঙ্গে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর প্রান্ত থেকে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে পর্যন্ত আসে। তখন দুই নেতাকে বহনকারী পৃথক মাইক্রোবাসের পেছনে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটর সাইকেলে চড়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সভায় যোগ দেয়।


এ বিভাগের আরও সংবাদ