• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিl

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের তিনটি পয়েন্টে অবৈধভাবে মাটি কাঁটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার (১২ জানুয়ারি) মহিষমারা ইউনিয়নে দিনব্যাপী এ অভিযানে টিলা ধরনের জমি থেকে লাল মাটি কাঁটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন এস আই সুজনের নেতৃত্বাধীন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।জনস্বার্থে ও ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই দুঃসাহসিক প্রশাসনিক নারী কর্মকর্তা। মধুপুরে যোগদানের পর থেকেই তিনি ভুমি রক্ষায় জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছেন। অবৈধভাবে পাহাড়ি টিলা লাল মাটি কাঁটা থেকে শুরু করে ত্রি-ফসলি জমির মাটি কাঁটার অপরাধে অসংখ্য মাটি ব্যবসায়ীদের জেল জরিমানা করে তিনি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছেন। এছাড়াও বাজার নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন অনিয়ম বন্ধে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। জমি সংক্রান্ত জটিলতা নিরসনে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানের সেবা ও সুশাসন নিশ্চিত করনে তিনি গণশুনানীতে অংশ গ্রহন করে ব্যাপক দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন।তিনি মধুপুরকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। নানামুখী উদ্যোগের জন্য মধুপুর উপজেলাবাসী তাকে আজীবন মনে রাখবেন এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনের।


এ বিভাগের আরও সংবাদ