• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে দি হাঙ্গার প্রজেষ্টের উদ্দোগে স্থানীয় অংশীজনদের সাথে সংলাপ 

দৈনিক যায় যায় বেলা,মোঃফয়সাল হেসেন,রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

দৈনিক যায় যায় বেলা,মোঃফয়সাল হেসেন,রাজশাহী ব্যুরো প্রধান:

“মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য টেঁকসই পুষ্টি নিশ্চিত করণ কমসূচী বহু উপাদানযুংংক্ত অনুপুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বুধবার ( ০৮ জানুয়ারী) সকাল ১০টায় মোহনপুর উপজেলা স্বাস্খ কমপ্লেক্স হল রুমে স্থানীয় অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহযোগিতায় দি হাঙ্গার প্রজেষ্ট। সভাপতিত্ব করেন ডা: ডাক্তার আরিফুল কবির স্বাস্খ প. প. কর্মকর্তা। স্বাগত বক্তব্য প্রদান করেন মিজানুর রহমান দি হাঙ্গার প্রজেষ্ট সমন্বয়কারী । প্রধান অতিথি ছিলেন ডাক্তার মাহবুব আরেফিন রেজানুর পরিচালক (ইনচার্জ) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার জয়াশীষ রায়, এপ্লাাইড নিউটিরশনিস্ট,জনস্বাস্থ্য পুষ্ঠিপ্রতিষ্ঠান, ডাক্তার মোহাম্মদ শোয়াইব, সহকারী পরচালক, জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান,সহকারী কমিশনার(ভূমি) জোবাইদা সুলতানা,মহিলা বিষয়ক কর্মকর্তা বদন্দা সাহা, অফিসার ইনচাজ(ওসি) আব্দুল হাননান, প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেষ্ট সোহেল রানা।উপস্থিত ছিলেন সিএইচসিপি,সেকমো,গ্রাম্য ডাক্তার,ফামেসি মালিক, এইচএ,মেডিকেল অফিসার।


এ বিভাগের আরও সংবাদ