• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

ইজতেমার ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলার হাজার হাজার ইসলাম প্রিয় মুসল্লীগণ। 

ঝালকাঠি থেকে মোল্লা শাওন।।
Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ঝালকাঠি থেকে মোল্লা শাওন।।

বিশ্ব ইজতেমার ময়দানে রাতের অন্ধকারে নিরীহ তাবলীগী সাথীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ঝালকাঠি তাবলিগ মসজিদ থেকে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।প্রতিবাদ সভায় মুফতি আইয়ুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ওবায়দুর রহমান নান্নু,মাওলানা আদ্বুল মতিন,ক্বারী জুবায়ের হোসেন,মাওলানা আব্বাস হোসেন,আবদুল সাত্তার খান,মওলানা বেলায়েত হোসেন সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ বুঝতেছিলেন। এসময় বক্তারা বলেন,সাদপন্থীরা কোনো তাবলিগ জামাত নয়,এরা খুনি সন্ত্রাসী সংগঠন। এরা ঝালকাঠির কোনো মসজিদে তাদের কার্যক্রম চালাতে পারবে না। এরা আওয়ামী লীগ ও ভারতের দালাল। টঙ্গীর হত্যাকান্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সরকারের কাছে। সাদপন্থীদের বাংলাদেশে কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবিও জানান। পরে তারা ৪ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।


এ বিভাগের আরও সংবাদ