• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম জে এম সেন হলে শারদীয় দূর্গা পূজার অনুষ্টানে ইসলামী গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুই জন গ্রেফতার।

দেবাশীষ দাশ ( রাজা) ক্রাইম রির্পোটার,⇒
Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

দেবাশীষ দাশ ( রাজা) ক্রাইম রির্পোটার,⇒

সারাদেশে ন্যায়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জে এম সেন হলে দূর্গাপূজা উদ্ যাপন উপলক্ষে জে এম সেন হল পূজামান্ডপে প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কতিক অনুষ্টানের আযোজন করা হয়। গতকাল ১০/১০/২৪ সন্ধ্যার পর থেকে সনাতন ধর্মাবলন্বী লোকজন পূজা মন্ডপে আসে এবং অনুষ্টান উপভোগ করতে থাকে। ইতিপূর্বে পূজা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারান একাডেমির একদল শিল্পীকে অনুষ্টানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করে, তার অনুরোধে প্রেক্ষিতে ওই দিন রাত ৮.৩০ মিনিটের সময় শিল্পি গোষ্ঠীর ( ১) শহীদুল করিম ( ৪২), ( ২) মোঃ নুরুল ইসলাম ( ৩৪), ( ৩) আব্দুম্লাহ ইকবাল ( ৩০) , ( ৪) রনি ( ২৮) , ( ৫) গোলাম মোস্তফা ( ৩৬) , ( ৬) মোঃ মামুন ( ২৮) , পূজার অনুষ্টানে আসে এবং একটি ইসলামিক গান পরিবেশন কের, একটি গানের ভাষায় শব্দচয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে পুলিশ ঘটনার সংবাদ পেয়ে চান্দগাঁও ও হালিশহর থানা এলাকায় অভিযান চালায় গান পরিবেশন কারী ( ১) শহীদুল করিম (৪২), (২) মোঃ নুরুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে যানা যায় যে শহীদুল করিম তানজিমুল উম্মাহ মাদ্রসার শিক্ষক এবং মোঃ নুরুল ইসলাম দারুল ইরফান একাডেমির শিক্ষক। উত্ত ঘটনার জড়িত অপরাধিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সজল দত্ত ও গান পরিবেশনকারী ৬ জনের বিরুদ্দে চট্টগ্রাম মহানগরী পূজা উদ্ যাপন পরিষদের পক্ষ থেকে এজাহার দায়ের প্রেক্ষিতে মামলা করা হয়।


এ বিভাগের আরও সংবাদ